এক ফোনে পাঁচ ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৭ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৫

এই প্রথম বাজারে আসছে পাঁচ ক্যামেরার ফোন। ফোনটি বাজারে আসছে নকিয়া। মডেল নকিয়া নাইন। এটি নকিয়ার ফ্লাগশিপ ফোন।

চলতি মাসেই নকিয়া এই ফোনটি বাজারে আনছে বলে আভাস পাওয়া গেছে। এই ফোনে কার্ল জেইসের লেন্স ব্যবহৃত হয়েছে।

নকিয়া নাইনে ৪১৫০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে। সঙ্গে পেন্টা-লেন্স ক্যামেরা সেট-আপ এই মডেলের সবচেয়ে আকর্ষণীয় ফিচার।

সম্প্রতি নকিয়ার এই নয়া ফোনের লাইভ ছবি ফাঁস করেছে NokiaPoweruser। সেই ছবিতেই ধরা পড়েছে মডেলটির ব্যাক সাইডটি। আর তাতেই দেখা গেছে, একটি বৃত্তের মতো আকারে সুজজ্জিত পাঁচটি ক্যামেরা। প্রযুক্তির ভাষায় একেই পেন্টা-লেন্স ক্যামেরা সেট-আপ বলে।

সেই ছবিতেই স্পষ্ট এর ব্যাটারির তথ্য। তবে সংস্থার অন্যান্য মডেলগুলির মতো এই হ্যান্ডসেটটির ব্যাটারি খোলা যায় না। ফাঁস হওয়া ছবিটিতে নকিয়া নাইনের রঙ নীল। অর্থাৎ বোঝাই যাচ্ছে, নীল রঙেরও মডেল ব্যবহারের সুযোগ পাবেন ক্রেতারা।

বেশ কিছুদিন আগেই লঞ্চ করার কথা ছিল নকিয়া নাইনের। কিন্তু পেন্টা-লেন্স প্রস্তুতিতেই কিছু ঘাটতি থাকায় বাজারে আসতে খানিকটা বেশি সময় লেগে গেল।

নিশ্চয়ই দাম জানতে চাইবেন। তবে তার জন্য আরও খানিকটা অপেক্ষা করতেই হবে ক্রেতাদের। কারণ লঞ্চের দিনই এর বাকি ফিচার এবং মূল্য প্রকাশ করবে নকিয়া।

এই ফোন বাজারে এলেই সুপার হিট হবে বলে আশা করছে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :