আনন্দে ভাসছে নেত্রকোণাবাসী

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার খবরে আনন্দে ভাসছে নেত্রকোণাবাসী। এ খবরে রবিবার দিনব্যাপী উৎসবের আয়োজন করে নেত্রকোণা আনন্দ উৎসব উদযাপন কমিটি।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন তারা।

আনন্দ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও নেত্রকোণা অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন জানান, সকাল ১০টায় শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু।

সম্প্রতি নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেন প্রধানমন্ত্রী। বর্তমানে এই দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। আগামী সেশনে এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াও শুরু হবে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)