আমাদের বিকল্প কারা: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩২ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৫
ফাইল ছবি

বাংলাদেশে উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের বিকল্প কারা তা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের বিকল্প কী? আমাদের বিকল্প হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি। যাদের দুঃশাসনে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত অত্যাচার, নির্যাতন করেছে, ব্লাডি পলিটিক্সি ছিল। সেই নির্যাতন অন্ধকারে কি কেউ ফিরে যেতে চান?’

আওয়ামী লীগের সব কিছু শুদ্ধ নয় উল্লেখ করে কাদের বলেন, ‘আমাদের ভুলত্রুটিও আছে কিন্তু ভুল ত্রুটি সংশোধনের সৎ সাহস শেখ হাসিনার রয়েছে। দলের মধ্যে কেউ অন্যায় করলে তাকে আমরা শাস্তি দেই। কিন্তু আমাদের বিকল্প যারা ভাবেন, তারা তো নিজেদের লোকদের শাসন করেন নাই।’

রবিবার দুপুরে ইনস্টিটউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কাউন্সিল হলে সংগঠনটির ৪১তম কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ নেতা।

এ সময় ঐক্য প্রক্রিয়ার পাঁচ দফা দাবি নিয়েও কথা বলেন কাদের। বিএনপির মতোই তারাও ভোটের আগে সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠন, বিচারিক ক্ষমতায় দিয়ে সেনা মোতায়েন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানায়।

এসব দাবিকে অপ্রাসঙ্গিক, অবান্তর, অপ্রয়োজন ও অসাংবিধানিক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন সংসদ ভেঙে নির্দলীয় সরকার করার তো প্রয়োজন নেই। আমাদের প্রতিবেশী দেশগুলোসহ পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবেই নির্বাচন হবে আমাদের দেশে। নির্বাচন হবে হবে সংবিধান অনুযায়ী, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই।’

‘এক দেড় মাস বাকি আছে। এখন মামাবাড়ির আবদার করলে তো চলবে না। সংসদের শেষ অধিবেশন অক্টোবর মাসের ২০ তারিখের আগেই শেষ হয়ে যাবে। এরপর আর সংসদ বসবে না নির্বাচন পর্যন্ত। এ সংসদ সদস্যদের কোন ক্ষমতা ও কার্যকরিতা থাকবে না। কাজেই এটা ভেঙে দেয়া, গণতান্ত্রিক দেশগুলোর মতো রেখে এবং অকার্যকর এর মধ্যে পার্থক্যটা কোথায়, আমি বুঝতে পারি না।’

‘নির্বাচন সেনা মোতায়েন হবে না, এটা আমরা বলব না। প্রয়োজন হলে সেনা মোতায়েন হবে। যদি সময় এবং পরিস্থিতিতে মোতায়েন করা দরকার হয়। সেই অবস্থায় নির্বাচন কমিশন অনুরোধ করলে, সরকার প্রয়োজনে এবং বাস্তব পরিস্থিতির আলোকে কীভাবে মোতায়েন হবে সেই সিদ্ধান্ত নেবে।’

কাদের বলেন, ‘নির্বাচন কমিশন পুর্নগঠনের সময় এখন নাই, এখানে তো বিএনপিরও প্রতিনিধি রয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই রাষ্ট্রপতি এ নির্বাচন কমিশন গঠন করেছেন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।’

যুক্তফ্রন্টের পাঁচ দফা বিএনপির দাবির মিলের বিষয়ে এক প্রশ্নে কাদের বলেন, ‘এটা মিলে গেলো কি না, তা দেখা আমাদের কোন বিষয় না। বিএনপি কার সঙ্গে যাবে, কীভাবে যাবে তা আমাদের বিষয় না।’

‘আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যুক্তফ্রন্টের নেতারা বলেছেন বিএনপির প্রধান মিত্র জামায়াতে ইসলাম থাকলে তারা বিএনপির সঙ্গে যাবে না। এখানে তো আমাদের কোন মন্তব্য নাই।’

নতুন জোটকে স্বাগত

নতুন নতুন জোট হলে তাকে স্বাগত জানাবেন কাদের। বলেন, ‘শত ফুল ফুটুক। গণতন্ত্র তো, অসুবিধা নাই। নতুন নতুন জোট হোক নির্বাচন করুক।’

বিএনপি নির্বাচনে না এলে যুক্তফ্রন্টই বিএনপির বিকল্প কি না সাংবাদিকদের এমন লিখিত প্রশ্নে তাদের বলেন, ‘সেটা আমরা জানি না। তবে আমরা জানি বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নাই, বিনাপ্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি কোন সুযোগ নাই। সবাই প্রতিদ্বন্দ্বিতা করেই এবার নির্বাচিত হবে।’

জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে নির্বাচনের দাবির প্রসঙ্গে কাদের বলেন, ‘আমরা কি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান, সোমালিয়া, আমরা কি সাউফ সুদান, কঙ্গো, ইরাক, জিম্বাবুয়ে? বঙ্গবন্ধুর স্বাধীন স্বার্বাভৌমত্ব বাংলাদেশে সংবিধানই নির্বাচন পরিচালিত হবে। এখানে কোন ব্যত্যয় করার সুযোগ নাই। শেখ হাসিনা সরকারই তত্ত্বাবধান করবে এবং নির্বাচন কমিশনই এ নির্বাচন পরিচালনা করবে।’

আইডিইবির সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুর রহমান।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :