নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের মেয়াদ বাড়ল

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসাইনের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ভারতের নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে ফরিদ হোসাইনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২২ সেপ্টেম্বর ২০১৮ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।’

আরেক প্রজ্ঞাপনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স জাদুঘর ও অন্যান্য ভবন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সহকারী কিউরেটর পদে অনারারি ক্যাপ্টেন (অব.) মো. নুরুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তার পূর্বের ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৭ সেপ্টেম্বর ২০১৮ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বৃদ্ধি করা হলো।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএম/জেবি)