টেন্ডার জমা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৯

লক্ষ্মীপুরে টেন্ডারের ফরম জমা দেয়া নিয়ে স্বেচ্ছসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলার বন বিভাগের কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় উভয়পক্ষের দুইজন আহত হন। তারা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মদ ও ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজ।

জানা যায়, বন বিভাগের টেন্ডারের ফরম জমা দিতে বিকাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহম্মদ ও তার অনুসারীরা বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ঘটনাস্থলে পৌঁছলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে একই ঘটনাকে কেন্দ্র করে শহরের চক বাজারে ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজের ওপর হামলা চালায় ইমতিয়াজের অনুসারীরা। পরে সেবাবকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন কারণ ছাড়াই ছাত্রলীগ নেতা সেবাবকে পিটিয়ে আহত করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :