প্রধানমন্ত্রীর স্নেহ নিলেন তৃতীয় লিঙ্গের ময়ূরী

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:২২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তৃতীয় লিঙ্গের প্রতিনিধি দল জাতীয় সংসদে গিয়ে দেখা করল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। নিয়ে এলো তার স্নেহ।

হিজরা হিসেবে পরিচিত এই জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। আর এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেই রবিবার পাঁচ সদস্যের প্রতিনিধি দল যায় প্রধানমন্ত্রীর কাছে। 

প্রতিনিধি দলের সদস্যরা জামালপুরে ‘সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠনের হয়ে কাজ করেন। তারা বর্তমান সরকারের আমলে নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

আবিদা ইসলাম ময়ূরী এই দলের নেতৃত্ব দেন। তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন। আর প্রধানমন্ত্রীও তার গায়ে হাত বুলিয়ে আদর করে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানান, ‘এ সময় সেখানে আবেগঘন পরিবেশের তৈরি হয়।’

ময়ূরি প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমি আপনার সন্তানের মতো।’ আর শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, তুমি আমার সন্তানের মতোই।’

তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সমাজে অনেকটাই অচ্ছুৎ হিসেবে দেখা হয়। আর তারাও বেঁচে থাকতে জীবিকার অন্বেষনে চাঁদা আদায়ের পথ বেছে নিয়েছে। এ নিয়ে নানা সময় নানা ঘটনাও ঘটেছে। কিন্তু বর্তমান সরকার তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধক পেশায় নিয়োজিত করতে চায় তাদের। সেই সঙ্গে চালু করা হয়েছে ভাতা।

প্রধানমন্ত্রীকে ময়ূরী বলেন, ‘অতীতে কোনো সরকারই তৃতীয় লিঙ্গের মানুষের কল্যাণে এত কাজ করেনি।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি অন্য সব নাগরিকদের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারও নিশ্চিত করতে কাজ করছেন। তাদের স্বার্থে সরকার নানা উদ্যোগ নিয়েছে, আরও নতুন নতুন প্রকল্প নেয়া হবে।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/টিএ/ডব্লিউবি