আখাউড়া সীমান্তে ১০বাংলাদেশি আটক

আখাউড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪২

আখাউড়ায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে দশ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ঘাগুটিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

এর রাগে রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দশজন হলেন, রাজশাহী জেলার তানোর উপজেলার বদলপুর গ্রামের মাহবুল হকের ছেলে আব্দুল মালেক, একই এলাকার মুসফুর আলীর ছেলে রুহুল আমিন, রফিকুল ইসলামের ছেলে আব্দুল জব্বার, আশ্রাফুল মিয়ার ছেলে খলিলুর রহমান, লুৎফুর রহমানের ছেলে ইমন মিয়া, শিস মোহাম্মদের ছেলে সেলিম রেজা, মিস্ত্রী পাড়ার আতাউর রহমানের ছেলে আরিফুর রহমান, হামিদ আলীর ছেলে রবিউল ইসলাম, নরেন্দ্রপুর গ্রামের শাহ্ জামাল আলীর ছেলে আজিজুর রহমান এবং চাপাইনবাবগঞ্জের চরভারডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া।

বিজিবি ঘাগুটিয়া ক্যাম্প কমাণ্ডার রবিউল ইসলাম জানান, আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্তের ২০২৮/ ১এস সীমান্ত পিলারের দৌলতপুর এলাকায় বিজিবি টহল জওয়ানরা রাতে ১০যুবককে ঘোরাঘুরি করতে দেখেন। এতে তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা অবৈধপথে ভারতে যাওয়ার জন্য এসেছেন বলে স্বীকার করলে আটক করা হয়।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :