বিএসইসি কমিশনার হেলালের মেয়াদ বাড়ল দুই বছর

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামীর চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ল।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিজামীর মেয়াদ বাড়িয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গত ২ মে বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।

২০১১ সালের ২৩ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন কমিশনার হিসেবে নিয়োগ পান। পরে ২০১৪ সালের ১০ এপ্রিল তার মেয়াদ বাড়ানো হয়।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এমএম/ইএস