শ্রীলঙ্কাকে বিদায় করে সুপার ফোরে আফগানিস্তান

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এশিয়া কাপে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। সেই সাথে বাংলাদেশেরও সুপার ফোর নিশ্চিত হয়েছে। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। আগামী ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানিস্তানের দেয়া ২৫০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ১৫৮ রান সংগ্রহ করে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন উপুল থারাঙ্গা। আফগানিস্তানের বোলারদের মধ্যে মুজিব উর রহমান ২টি, রশীদ খান ২টি, মোহাম্মদ নবী ২টি ও গুলবদিন নাইব ২টি করে উইকেট শিকার করেন।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে কুসল মেন্ডিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মুজিব উর রহমান। দলীয় ৫৪ রানে রান আউট হন ধনঞ্জয়া ডি সিলভা। দলের রান যখন ৮৬ তখন রশীদ খানের বলে বোল্ড হন কুসল পেরেরা।

এরপর দলীয় ৮৮ রানে গুলবদিন নাইবের বলে আসঘার আফগানের হাতে ক্যাচ হন উপুল থারাঙ্গা। দলীয় ১০৮ রানে রান আউট হন শিহান জয়াসুরিয়া। দলীয় ১৪৩ রানে মোহাম্মদ নবীর বলে রশীদ খানের হাতে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

দলীয় ১৪৪ রানে মুজিব উর রহমানের বলে বোল্ড হন দাসুন শানাকা। দলীয় ১৫৩ রানে মুজিব উর রহমানের বলে বোল্ড হন আকিলা ধনঞ্জয়া। দলের রান যখন ১৫৬ তখন গুলবিদন নাইবের বলে বোল্ড হন থিসারা পেরেরা। দলীয় ১৫৮ রানে রশীদ খানের বলে এলডিব্লিউ হন লাসিথ মালিঙ্গা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব ২৪৯ রান সংগ্রহ করে অলআউট হয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন রহমত শাহ। ৪৫ রান করেন ইহসানুল্লাহ। ৩৪ রান করেন মোহাম্মদ শাহজাদ। ৩৭ রান করেন হাশমতউল্লাহ শহীদি। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ৫৫ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন থিসারা পেরেরা। এছাড়া লাসিথ মালিঙ্গা ১টি, দুশমান্থ চামিরা ১টি, আকিলা ধনঞ্জয়া ২টি ও শিহান জয়াসুরিয়া ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন আফগানিস্তানের রহমত শাহ।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৯১ রানে জয়ী আফগানিস্তান।

আফগানিস্তান ইনিংস: ২৪৯ (৫০ ওভার)

(মোহাম্মদ শাহজাদ ৩৪, ইহসানুল্লাহ ৪৫, রহমত শাহ ৭২, আসঘার আফগান ১, হাশমতউল্লাহ শহীদি ৩৭, মোহাম্মদ নবী ১৫, নাজিবউল্লাহ জাদরান ১২, গুলবদিন নাইব ৪, রশীদ খান ১৩, আফতাব আলম ৭*, মুজিব উর রহমান ০; লাসিথ মালিঙ্গা ১/৬৬, দুশমান্থ চামিরা ১/৪৩, থিসারা পেরেরা ৫/৫৫, আকিলা ধনঞ্জয়া ২/৩৯, ধনঞ্জয়া ডি সিলভা ০/২২, শিহান জয়াসুরিয়া ১/২২)।

শ্রীলঙ্কা ইনিংস: ১৫৮ (৪১.২ ওভার)

(কুসল মেন্ডিস ০, উপুল থারাঙ্গা ৩৬, ধনঞ্জয়া ডি সিলভা ২৩, কুসল পেরেরা ১৭, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২, শিহান জয়াসুরিয়া ১৪, থিসারা পেরেরা ২৮, দাসুন শানাকা ০, আকিলা ধনঞ্জয়া ২, লাসিথ মালিঙ্গা ১, দুশমান্থ চামিরা ২*; মুজিব উর রহমান ২/৩২, আফতাব আলম ০/৩৪, গুলবদিন নাইব ২/২৯, মোহাম্মদ নবী ২/৩০, রশীদ খান ২/২৬)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: রহমত শাহ (আফগানিস্তান)।

(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসইউএল)