স্মার্ট টিভি আনছে ওয়ানপ্লাস

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫২

চীনের ফ্লাগশিপ কিলার স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস এবার স্মার্ট টিভি আনার ঘোষণা দিল। এই টিভিতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কোম্পানির পক্ষ থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ওয়ানপ্লাস বলছে, তাদের স্মার্ট টিভি হবে প্রিমিয়াম ফ্লাগশিপ ডিজাইনে তৈরি। এতে এইচডি ইমেজ কোয়ালিটি এবং স্টেরিও সাউন্ড পাওয়া যাবে।

গতকাল সোমবার ওয়ানপ্লাস এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ানপ্লাস টিভি নামে প্রতিষ্ঠানটির প্রথম টেলিভিশন বাজারে আসবে।

ওয়ানপ্লাসে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকতা পেট লাউ বলেন, ‘আমাদের স্মার্টফোন সাড়া পৃথিবীতে সাড়া ফেলেছে। আমাদের ফোনে ব্যবহৃত উন্নত প্রযুক্তি এবার টেলিভিশনে ব্যবহার করবো। আশা করি ওয়ানপ্লাস ফোনের মতই ওয়ানপ্লাস টিভি ক্রেতারা লুফে নেবেন।’

ওয়ানপ্লাসের এই কর্ণধার জানান, ওয়ানপ্লাসের স্মার্ট টিভিতে ফাইভ জি কানেকটিভিটি থাকবে। টিভি তৈরির জন্য ওয়ানপ্লাস ক্রেতাদের কাছ থেকে মতামত সংগ্রহ করছে। এই টিভির জন্য সুন্দর নাম চাইছে ওয়ানপ্লাস। ৩১ অক্টোবরের মধ্যে নামের প্রস্তাব দেয়ার সুযোগ রয়েছে। যাদের নাম সুন্দর ও গ্রহণযোগ্য হবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা