তাজিয়া মিছিলে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার বেলা ১১টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

কমিশনার বলেন, 'এই মিছিলকে ঘিরে বিশেষভাবে কাজ করবে সোয়াট টিম, ক্রাইম সিন, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। কাউন্টার টেরোরিজম ইউনিট এবং গোয়েন্দারা সব সময় নিয়োজিত থাকবে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। '

আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার আশুরা ‍উপলক্ষে হোসেনি দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল শুরু হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আছাদুজ্জামান বলেন, 'অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার শিয়া মতাবলম্বী মুলসমানদের তাজিয়া মিছিলে সর্বোচ্চ নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। মিছিলে অংশগ্রহণ করতে হলে নিরাপত্তার স্বার্থে সবাইকে যেতে হবে তল্লাশি পেরিয়ে। থাকবে সিসি ক্যামেরা ও পুলিশের কড়া প্রহরা।'

‘আইনশৃঙ্খলায় নিয়োজিত অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।'
ডিএমপি কমিশনার বলেন, ‘পবিত্র মিছিলে জিঞ্জিরা, দা, ছুরি, তলোয়ার, ঢোল, লাঠি খেলা, আগুন খেলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আতশবাজি ঢাকঢোল বাদ্যযন্ত্র ব্যবহার করতে দেয়া হবে না।'
'হ্যান্ড ব্যাগ, টিফিন ক্যারিয়ার বহন করতে পারবে না। এসব রাস্তার পাশে কোনো মেলা বসতে দেওয়া হবে না। জনসাধারণের নিরাপত্তা জন্য এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

কমিশনার বলেন, 'হোসেনি দালান, বিবিকা রওজাসহ রাজধানীতে মিছিল যাবার প্রত্যেকটি পথে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।'

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃঞ্চপদ রায়, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, মফিজ উদ্দিন আহমেদ, উপ-কমিশনার (সিটি) প্রলয় কুমার জোয়ার্দার, উপ-কমিশনার ডিএমপি মাসুদুর রহমান, রেজাউল করিম, ওবায়দুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএস/জেবি)