নড়াইলে জামায়াতের ১২ নেতাকর্মী আটক

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নাশকতা পরিকল্পনার অভিযোগে নড়াইলের শাহাবাদ মাজিদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা বায়েজিদ হোসেনসহ জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীকে আটক করেছে  গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে শহরের মহিষখোলা এলাকা থেকে এদের আটক করা হয়।    

আটকরা হলেন- উপাধ্যক্ষ নড়াইল সদরের রঘুনাথপুর গ্রামের বায়েজিদ হোসেন (৫৫), তারাশি গ্রামের আকরাম হোসেন (৫২), চরবিলা গ্রামের বাহারুল ইসলাম (২২), নাকসী গ্রামের মশিয়ার রহমান শিকদার (৫০), একই গ্রামের ফসিয়ার রহমান পাঞ্জু (৬৬), বিলডুমুরতলা গ্রামের জাফর মিনা (৫০), মূলদাইড় গ্রামের আল-আমিন (২২), বালিয়াডাঙ্গা গ্রামের শিমুল শেখ (২২), আলোকদিয়ার ইউসুফ মোল্যা (৭০), লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির নজরুল ইসলাম (৪৩), রঘুনাথপুর গ্রামের কায়েম উদ্দিন (৫০) ও দেবী গ্রামের মফিজুর রহমান (৪৮)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের নামে দুই থেকে তিনটি করে মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)