ফিল্মি কায়দায় কারখানার মেশিনপত্র লুটের অভিযোগ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

টঙ্গীর বিসিক শিল্প এলাকায় বকেয়া ভাড়া পরিশোধ না করে বহিরাগত সন্ত্রাসী দিয়ে ফিল্মি কায়দায় কারখানার মেশিনপত্র লুটের অভিযোগ উঠেছে। পোশাক শিল্প প্রতিষ্ঠান ওয়্যার অ্যান্ড স্টাইল লিমিটেডের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন মাশাহা নিটিং অ্যান্ড ডায়িং কতৃপক্ষ। এ ঘটনায় টঙ্গী থানায় একটি অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মাশাহা নিটিং অ্যান্ড ডায়িং কারখানার মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানান, ২০১৩ সালের নভেম্বর মাসে মাশাহা নিটিং অ্যান্ড ডায়িং কারখানার কাছ থেকে পাঁচ বছরের চুক্তিতে একটি ভবন ভাড়া নেয় ওয়্যার অ্যান্ড স্টাইল লিমিটেড নামে একটি পোশাক শিল্প প্রতিষ্ঠান। কিন্তু ভাড়া নেয়ার কিছুদিন পর থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত ভাড়া প্রদান না করায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পাওনা মিলে প্রায় ৮৪ লাখ টাকা বকেয়া দাঁড়ায়। আগামী ৩০ অক্টোবর ২০১৮ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এজন্য ওই প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেয়া সত্ত্বেও অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের বকেয়া পরিশোধ করেনি। উপরন্ত ভাড়াটিয়া চুক্তিপত্রের মেয়াদের শেষ সময়ে ভাড়া এবং কারখানায় কর্মরত শ্রমিকদের বেতনাদি পরিশোধ না করে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করতে থাকে। এ ঘটনায় মাশাহা কর্তৃপক্ষ গত ২৭ আগস্ট টঙ্গী থানায় একটি মামলা করেন। মামলার খবর পেয়ে ওয়্যার অ্যান্ড স্টাইল লিমিটেডের প্রধান হিসাব রক্ষক তপন কুমার সিংহের নেতৃত্বে গত রবিবার সন্ধ্যায় ৫০/৬০ জনের একটি বহিরাগত কারখানায় জোরপূর্বক প্রবেশ করে পাঁচটি কাভার্ডভ্যান ও ট্রাকে করে মূল্যবান মেশিনপত্র বের করে নিয়ে যায়। এসময় বিল্ডিং ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানের পাঁচ কর্মচারীকে জিম্মি করে রাখে। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)