দিনাজপুরে ভিজিএফের ১২০ বস্তা চাল জব্দ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৮

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

দিনাজপুরের হিলিতে ভিজিএফের ১২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।  মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এই চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের ৭২৭ ভিজিএফ কার্ডধারী নারীদের মাঝে মাথাপিছু ৩০ কেজি ওজনের চালের বস্তা সরবরাহের কথা ছিল। নারীদের মাঝে চাল সরবরাহ চলছিল। এক পর্যায়ে ওই ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রলিতে করে ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল হিলি বাজারে বিক্রি করতে আনা হচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। পুলিশ চালগুলো উদ্ধার করে। তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে রয়েছে। সময় সাপেক্ষে ভিজিএফের চাল চুরির সাথে জড়িত দোষী ব্যক্তিদের আটক করা হবে।

সংশ্লিষ্ট বোয়ালদার ইউপি চেয়ারম্যান মেফপাহুল জান্নাত চাল চুরির ঘটনা অস্বীকার করেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)