ওসিসিতে সেবা পেয়েছে ৩৪ হাজার নারী-শিশু

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, দেশের নয়টি ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টার (ওসিসি) থেকে ৩৪ হাজার ২৪৭ জন নারী ও শিশু প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এ.কে.এম রহমত উল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ফরিদপুর এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে মোট নয়টি ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টার চালু আছে।

সরকারি দলের অপর সদস্য মমতাজ বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, দেশের ৬৪টি জেলার ৫৪২টি উপজেলায় এবং আটটি বিভাগীয় শহরে দুই লাখ ১৭ হাজার ৪৪০জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ১৫৫টি উপজেলায় আট হাজার ৩৫০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)