আফগান স্পিনে নির্ভার মিরাজ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৬

দেলোয়ার হোসেন, দুবাই থেকে

গত জুনে দেরাদুনে আফগান স্পিনাররা অনেকটা ভুগিয়েছে বাংলাদেশকে। তিন ম্যাচের ওই টি-টোয়েন্টি সিরিজের কথা এখনও হয়তো ভুলতে পারেনি টাইগাররা।

বিশ্বমানের দুই স্পিনার রশিদ খান ও মুজিবর রহমান। ওই সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিধ্বস্ত করে ছেড়েছেন এই দুই স্পিনার। তিন ম্যাচে বাংলাদেশ রান করতে পেরেছিল যথাক্রমে ১২২, ১৩৪ ও ১৪৪।

সেই আফগানিস্তান আবারও চ্যালেঞ্জ জানাচ্ছে। বৃহস্পতিবার আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি এই দুই দল। স্বাভাবিক কারণে আফগান স্পিন নিয়েই চিন্তা বাংলাদেশের। যদিও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনেকটাই নির্ভার। আফগান স্পিন বোলিং খুব বেশি আমলে আনতে চাইছেন না তিনি।

দুবাইয়ে আজ টিম হোটেলে সাংবাদিকদের তিনি বলেন,‘ আমাদের ব্যাটসম্যানরা আগের চেয়ে স্পিন অনেক ভালো খেলে। আশা করি, কোনও সমস্যা হবে না। তাছাড়া আমাদের দলেও ভালো স্পিনার রয়েছে আর তারা খুব ভালো বল করছে। দলের পেসাররাও ভালো করছে। আমাদের দলে বিশ্বসেরা অলরাউন্ডার আছে। আমাদের সব বিভাগই ব্যালান্সড।’

মিরাজ মনে করিয়ে দেন, দেরাদুনে ছিল ২০ ওভারের ম্যাচ, আর এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটের। এই ফরমাটে বাংলাদেশ যে অন্য দল সেটাই যেন বলতে চাইলেন মিরাজ।

‘ওটা ছিল টি-টোয়েন্টি সিরিজ। আর এখন আমরা খেলবো ওয়ানডে। ৫০ ওভারের ম্যাচে অনেক সময় পাওয়া যায়, কোনও ভুল করলে শোধরানোর সময় থাকে। আমরা আশাবাদী, আফগানিস্তানকে হারাতে পারবো। ওদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে খেলতে চাই।’

আফগানিস্তানকে বাড়তি গুরুত্ব বা ছোট করে দেখা- কোনোটাই করছে না বাংলাদেশ। স্বাভাবিক একটা ম্যাচ হিসেবেই দেখছেন মিরাজ। বললেন,‘ আফগানিস্তানকে ছোট করে দেখার কিছু নেই বা বড় করেও দেখার কিছু নেই। দিন শেষে আমাদের যা আছে, নিজেদের সাধ্য মতো দিয়ে চেষ্টা করবো। ব্যাটিং-বোলিংয়ের প্রসেসের মধ্যে করবো। আসলে প্রতিটা জিনিসই প্রসেসের মধ্যে থাকতে হবে। প্রসেসের বাইরে গেলে হবে না।আমরা সবাই মানসিকভাবে শক্ত আছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বাড়তি চাপ নিচ্ছি না আমরা।’

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/ডিএইচ)