পানি সংকট: ইবির হলে ছাত্রীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের ছাত্রীরা পানি সংকট সমাধানের দাবিতে রাতে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার রাত দশটার দিকে হল গেটের সামনে তারা এই বিক্ষোভ করেন।

জানা যায়, মঙ্গলবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা পানি সংকট সমাধানের দাবিতে হলের গেটে বেরিয়ে আসেন। গেটের সামনে অবরোধ করেন তারা। এসময় শিক্ষার্থীরা হল প্রভোস্টের পদত্যাগ দাবি করেন। ঘটনাস্থলে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান গিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন। রাত সাড়ে ১১টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে এলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে প্রভোস্টের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ চার দিন ধরে হলের উত্তর বøকে তীব্র পানি সংকট। বিষয়টি একাধিক বার হল প্রশাসনকে জানানোর পরও কোনো সমাধান হচ্ছে না। ফলে দক্ষিণ বøকে বাথরুম, গোসলসহ সংশিøষ্ট যাবতীয় কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, বুধবার সকাল থেকে কাজ শুরু হবে। আশা করছি, দুই-একদিনের মধ্যেই পানি সংকটের সমাধান হয়ে যাবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :