নীলফামারীতে পিকআপ চালককে গলাকেটে হত্যা

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫০

নীলফামারীর ডোমারে স্বাধীন ইসলাম (২৫) নামের নেসকো বিদ্যুৎ ও বিতরণ কেন্দ্রের অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এক পিকআপ চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৮টার দিকে ডোমার উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন একটি দ্বিতল ভবনের উপর তলায় ঘরের ভেতর বিছানার উপর তার লাশ পাওয়া যায়। লাশ ভেতরে রেখে ঘরটির বাইরে থেকে তালা দেওয়া হয়।

জানা যায়, সারাদিন তিনি কাজে আসেননি। তার মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া না যাওয়ায় রাতে সহকর্মীরা তার ভাড়া বাসায় গেলে সেখানে গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও লাশ উদ্ধার করেননি।

পুলিশ জানায়, সিআইডি এসে আলামত সংগ্রহের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হবে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আশিকুর রহমান, বিদ্যুৎ অফিসের সাহায্যকারী মাহাফুজ, আবুল কালাম আজাদ, বিল বিতরণকারী অর্পণ, সাঈদ, ড্রাইভার সোহাগ, নীল মটস্ এর কর্মচারী গৌতমসহ সাতজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :