‘যুক্তরাষ্ট্রের কৌশল চীনের ক্ষেত্রে কাজ করবে না’

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্র আবার নতুন করে ২০০ বিলিয়ন ডলার চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করছে। এতে করে বেইজিং-ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও সম্প্রসারিত হলো। তবে যুক্তরাষ্ট্রের এ কৌশল চীনের ক্ষেত্রে কাজ করবে না বলে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা৷

নতুন করে চীনা পণ্যের ওপর শুল্ক বসানোয় দুই দেশের মধ্যে যে আলোচনা চলছিল তার পরিবেশ ‘বিষাক্ত’ হয়ে উঠবে বলে মন্তব্য করে চীনের সিকিউরিটিজ রেগুলেটর সংস্থার ভাইস চেয়ারম্যান ফাঙ চিঙ্ঘাই বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একজন হার্ড-হিটিং ব্যবসায়ী৷ তিনি চীনের ওপর চাপ প্রয়োগ করতে চান, যেন আলোচনার সময় তিনি সুবিধা পান৷ কিন্তু আমার মনে হয়, চীনের সঙ্গে এই ধরনের কৌশল কাজ করবে না’৷ খবর ডয়চে ভেলের।

সোমবার প্রায় ২০০ বিলিয়ন ডলার সমমূল্যের চীনা পণ্য আমদানির ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ চীনও প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির সমালোচনা করেন৷ এরপর ৫০ বিলিয়ন ডলারের সমপরিমাণ চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র৷ তার প্রতিক্রিয়ায় চীনও ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক ধার্য করেছিল৷

এরপর সম্পর্ক উন্নত করতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দলের মধ্যে কয়েক দফা আলোচনা হয়৷ কিন্তু তাতে কাজ হয়নি৷ ফলে সোমবার আবারও নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র৷ সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প একটি হুমকিও জুড়ে দেন৷ চীন যদি এবারও পালটা ব্যবস্থা গ্রহণ করে, তাহলে তৃতীয় দফা শুল্ক ধার্যের হুমকি দেন তিনি এবং তার পরিমাণ ২৬৭ বিলিয়ন ডলার হবে বলেও জানান৷

নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে৷ এরপর জানুয়ারির ১ তারিখ থেকে সেটা বেড়ে হবে ২৫ শতাংশ৷

এর আগে শুল্ক আরোপের জন্য ৬০ বিলিয়ন ডলার সমমূল্যের মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছিল চীন৷ পাল্টা জবাব হিসেবে সেই পণ্যগুলোর ওপরই চীন শুল্ক বসাতে পারে বলে মনে করা হচ্ছে৷

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/একে/জেবি)