সিলেটে বিমানের সিটের নিচে মিলল ৪০ স্বর্ণ বার

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ এক জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ও কাস্টমস বিভাগ।

বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সিলেট কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. নিয়াজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আটক মো. জাহিদ মিয়া (৩৫) সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। সকাল ৭টা ১০ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি-২২৮ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানের সিটের নিচে স্কচস্টেপ মোড়ানে একটি প্যাকেটে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ওই সিটের যাত্রী জাহিদ মিয়াকে আটক করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা নিয়াজুর রহমান।

আটক যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএ/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :