এবার লেবাননকে গোল বন্যায় ভাসাল মেয়েরা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাহরাইনের পর এবার লেবাননকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মেয়েরা। বুধবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া ম্যাচটিতে লেবাননকে ৮-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই গোল উৎসব ছিল বাংলাদেশের মেয়েদের। প্রধমার্ধেই লেবাননের জালে পাঁচ গোল দিয়েছে মগিনিরা।

ম্যাচের ১৪ মিনিটে সাজেদার গোলে প্রথম গোল উৎসব শুরু করে বাংলাদেশের মেয়েরা। এরপর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। চার মিনিট পরই আবারও লেবাননের জালে বল পাঠান তহুরা। ২৬তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন মগিনি। আর ৪০তম মিনিটে দলের পঞ্চম গোল করেন সাজেদা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচ ছিল স্বাগতিকদের দখলে। দ্বিতীয়ার্ধে লেবাননকে আরো চার গোল দিয়েছে সাজেদা-মগিনিরা। দ্বিতীয়ার্ধে লেবাননকে আরো তিন গোল দিয়েছে সাজেদা-মগিনিরা। ৪৮ মিনিটে গোলরক্ষকের পাশ দিয়ে ব্যবধান ৬-০ করেন ছোট শামসুন্নাহার। ৬৩ মিনিটে আবার গোল করেন ছোট শামসুন্নাহারের। ৭৫তম মিনিটে বাংলাদেশের শেষ গোল করেন রোজিনা আক্তার। 

ম্যাচে গোল করার কোনো ‍সুযোগ তৈরি করতে না পেরে অবশেষে ৮-০ গোলের ব্যবধানেই হার নিয়েই মাঠে ছাড়তে হয়েছে অতিথিদের।

এর আগে সোমবার বাহরাইনকে ১০-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে গোল করেছিলেন ম্যাচের শুরু থেকেই বাহরাইনকে চাপে রেখে একের পর এক গোল করতে থাকে বাংলাদেশ।দলের জয়ে জোড়া গোল করেন আনুচিং মোগিনি, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র।বাকি চার গোলদাতা সাজেদা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, আনাই মোগিনি ও তহুরা খাতুন।

নিজেদের তৃতীয় ম্যাচে আগামী শুক্রবার মারিয়া মান্ডা-শামসুন্নাহারদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আর ২৩ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভিয়েতনামের বিপক্ষে।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এইচএ)