প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেসামরিক পদে ১৭৭ নিয়োগ হবে

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

১৮ বেসামরিক পদে ১৭৭ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

পদের নাম সংখা: নিরাপত্তা উপ-পরিদর্শক পদে ৭ জন, সহকারী পদে ৩ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৭ জন, উচ্চমান করণিক পদে ৫ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ৩ জন, ফিস করণিক পদে ৫৬ জন, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (এসএস) পদে ২২ জন, ড্রাইভার (গ্রেড-১৫) পদে ১ জন, ড্রাইভার (গ্রেড-১৬) পদে ১ জন, প্লাম্বার পদে ১ জন, কারপেন্টার পদে ১ জন, অফিস সহায়ক পদে ৪৪ জন, বাবুর্চি পদে ৮ জন, মেসওয়েটার পদে ৪ জন, মালী পদে ৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ৪ জন, সহকারী বাবুর্চি পদে ১ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ৫ জন।

বয়স: ৮ অক্টোবর ২০১৮ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।

চাকরিভেদে বেতন: আট হাজার ২৫০ টাকা থেকে ২৭ হাজার ৩০০ টাকা।

আবেদন প্রক্রিয়া:  জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরম পূরণ করে- মহাপরিচালক, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১৯৮ ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬- এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তরিখ: ৮ অক্টোবর ২০১৮।

প্রয়োজনে ভিজিট করুন: http://www.dcd.gov.bd/

বিস্তারিত  বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/আরএস/মোআ)