খালেদার মুক্তি চেয়ে ঢাবিতে মানববন্ধন সাদাদলের

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার নিঃশর্ত মূক্তি ও বিশেষায়িত হাসপাতালে দ্রুত চিকিৎসার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদল।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন।

সাদা দলের আহ্বায়ক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে খালেদার মুক্তি ও বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার দাবি জানিয়ে বক্তব্য দেন শিক্ষকরা।

ড. সদরুল আমিন অভিযোগ করেন, ‘সরকার সম্পূর্ণ মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দী করেছে। আমি তার অবিলম্বে মুক্তি ও তার পছন্দমাফিক হাসপাতালে সুচিকিৎসা দেয়ার দাবি জানাই।’

তারা কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয় দাবি করে ড. আক্তার হোসেন খান বলেন, ‘যেখানে অন্যায় দেখি, সেখানেই আমরা প্রতিবাদ প্রতিরোধের চেষ্টা করি। খালেদা জিয়া একজন বয়স্কা মহিলা, যিনি সাবেক প্রধানমন্ত্রী। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাবন্দী করা হয়েছে। এটা জুলুম। আমরা মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি করছি।’

ড. আক্তার দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, ‘হামলা-মামলা বন্ধ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।’

সরকার যেনতেনভাবে নির্বাচন করার জন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করেছে বলে অভিযোগ করেন ড. সিরাজুল ইসলাম। বলেন, ‘আজকে পুলিশ মৃত ব্যক্তিকেও মিথ্যা মামলায় আসামি করছে। কিন্তু দেশবাসী এই গণতন্ত্র চায় না। অবিলম্বে এসব বন্ধ করে দেশনেত্রীকে মুক্তি দিন। দেশে শান্তিময় পরিবেশ তৈরি করুন।’

ড. সুকোমল বড়ুয়া বলেন, ‘আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য মানববন্ধন করতে হয়। কারণ তিনি সাবেক প্রধানমন্ত্রী। কারাগারে খুবই অসুস্থ। আমি প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘একটি মিথ্যা মামলায় সাজা পেয়ে খালেদা জিয়া আজ আট মাস ধরে কারাবন্দী। ভীষণ অসুস্থ। এরই মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা পরিচালনার জন্য অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসানো হয়েছে। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার অনুরোধ করছি।’

সাদা দলের আহ্বায়ক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ড. লুৎফর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সদরুল আমিন, ড. মো. অাকতার হোসেন খান, ড. সিরাজুল ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, ড. মো. ছিদ্দিকুর রহমান খান, ড. মহিউদ্দিন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ড. লুৎফর রহমানের পরিচালনায় মানববন্ধনে আরও অংশ নেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. মো. আবদুর রশিদ, ড. মো. আশরাফুল ইসলাম চৌধুরী, ড. মহিউদ্দিন, ড. মো. মুজাহিদুল ইসলাম, মো. আতাউর রহমান বিশ্বাস, ড. মো. মাসুদ আলম, আলমগীর হোসেন সম্রাট, ইস্রাফিল প্রামাণিক রতন, আল আমিন, ড. মো. শামছুল আলম, ড. মহিউদ্দীন, ড. এ বি এম শহীদুল ইসলাম, নূরুল আমিন, এহসানুল মাহবুব যোবায়ের, মো. মিজানুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :