নাশকতার মামলায় সোহেল ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৯ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২

নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ডিবি পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আজ বুধবার ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিম দক্ষিণের এসআই আব্দুল করিম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩০ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বকশিবাজারের আদালতে হাজিরা শেষে ফেরার সময় তার গাড়ি শাহবাগ থানাধীন কদমফুল ক্রসিংয়ে পৌঁছালে চারদিক থেকে বিএনপির নেতাকর্র্মীরা মিছিল-¯েøাগানসহ এসে রা¯Íায় যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ বাধা দিলে ইট-পাটকেল ছোড়ে এবং যানবহন ভাঙচুর করেন।

আবেদনে বলা হয়, ওই সময় আসামি সোহেল অজ্ঞাতনামা আসামিদের নিয়ে পুলিশের প্রিজনভ্যানে থাকা আসামি ওবাইদুল হক নাসির ও করিম সরকারকে প্রিজনভ্যান ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হন।

অন্যদিকে আসামি সোহেলের পক্ষে অ্যাডভোকেট মোলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী ও সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ প্রমুখ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানীতে তারা বলেন, আসামি শারীরিকভাবে অসুস্থ। যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে জেলগেটে যেন জিজ্ঞাবাদের অনুমতি দেয়া হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে সোহেলকে আটক করা হয়। প্রায় ১১০টি মামলার আসামি বিএনপির এ নেতা দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০১৬ সালের ৯ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে ৪০টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২০১৭ সালের ৫ মার্চ ওই সব মামলায় তিনি জামিনে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বের হওয়ার পরই তাকে ফের গ্রেপ্তার করা হয়।

এরপর ওই বছর ৭ মার্চ তাকে একটি মামলায় আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়। পরে ওই মামলায় জামিন পেয়ে ওই বছর ২২ মার্চ তিনি কারামুক্ত হন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :