১৬২ রানে অলআউট পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭

ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৪৩.১ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গেল তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন শোয়েব মালিক। ভারতীয় বোলারদের মধ্যে ১৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার। ২৩ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেছেন কেদার যাদব। ২৩ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছেন জ্যাসপ্রীত বুমরাহ। একটি উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। দলীয় তিন রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন ইমাম-উল-হক। পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে যুজবেন্দ্র চাহালের হাতে ক্যাচ হন ফখর জামান।

এরপর ৮২ রানের পার্টানারশিপ গড়েন বাবর আজম ও শোয়েব মালিক। দলীয় ৮৫ রানে কুলদীপ যাদবের বলে বোল্ড হন বাবর আজম। দলের রান যখন ৯৬ তখন কেদার যাদবের বলে মনিশ পান্ডের হাতে ধরা পড়েন সরফরাজ আহমেদ। দলীয় ১০০ রানে রান আউট হন শোয়েব মালিক।

দলের রান যখন ১১০ তখন কেদার যাদবের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন আসিফ আলী। দলীয় ১২১ রানে কেদার যাদবের বলে স্ট্যাম্পিং হন শাদব খান। এরপর ফাহিম আশরাফ ও মোহাম্মদ আমির ৩৭ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের ৪২তম ওভারে জ্যাসপ্রীত বুমরাহর বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ হন ফাহিম আশরাফ। ৪৩তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে দিনেশ কার্তিকের হাতে ধরা পড়েন হাসান আলী। ৪৪তম ওভারে জ্যাসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন উসমান খান।

দুই দলই ইতোমধ্যে ‍সুপার ফোর নিশ্চিত করেছে। আজকের ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে ও কারা গ্রুপ রানার্স আপ হবে। আজ ভারত একাদশে ফিরেছেন হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার। বাদ পড়েছেন খলিল আহমেদ ও শারদুল ঠাকুর।

গত ১৫ সেপ্টেম্বর হংকংকে আট ‍উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আর গতকাল হংকংকে ২৬ রানে হারায় ভারত। দুই ম্যাচেই হেরে বাদ পড়েছে হংকং। অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আর বাদ পড়েছে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ইনিংস: ১৬২ (৪৩.১ ওভার)

(ইমাম-উল-হক ২, ফখর জামান ০, বাবর আজম ৪৭, শোয়েব মালিক ৪৩, সরফরাজ আহমেদ ৬, আসিফ আলী ৯, শাদব খান ৮, ফাহিম আশরাফ ২১, মোহাম্মদ আমির ১৮*, হাসান আলী ১, উসমান খান ০; ভুবনেশ্বর কুমার ৩/১৫, জ্যাসপ্রীত বুমরাহ ২/২৩, হার্দিক পান্ডিয়া ০/২৪, যুজবেন্দ্র চাহাল ০/৩৪, কুলদীপ যাদব ১/৩৭, আম্বাতি রায়ডু ০/০, কেদার যাদব ৩/২৩)।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :