দিনাজপুরে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন, প্রতিবাদ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:২১

দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম মুছে দিয়ে স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপালের নামে এমএস গোপাল কলেজ নামকরণের প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার বিকাল ৫টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক এমপি মো. আমিনুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি করিমুল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি সিবলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বীরগঞ্জ-কাহারোল ঐক্য পরিষদের সমন্বয়ক আবু হুসাইন বিপু, আওযামী লীগ নেতা সাহাবুল ইসলাম সাবুল, আবুল খায়ের, আমিনুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. রোকুনজাম্মান বিপ্লব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মনোরঞ্জশীল গোপাল এমপি নির্বাচিত হওয়ার পরে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেই অবমূল্যায়ন করেননি, তিনি জাতির জনক বঙ্গবন্ধুর নাম মুছে তার নাম দিয়ে বঙ্গবন্ধুকেও অবমূল্যায়ন করেছেন। তারা আবার বঙ্গবন্ধুর নামে কলেজটি দেখতে চায়।

প্রসঙ্গত, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে গত ২০০৪-০৫ সালে পলাশবাড়ী আদর্শ মহাবিদ্যালয় নামকরণ করে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে স্থানীয় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য কলেজটির একটি অনুষ্ঠানে যোগদান করে নিজেই বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নামকরণ করেন। ২/৩ বছর পরে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নামটি মুছে দিয়ে পলাশবাড়ী এমএস গোপাল কলেজ নামকরণ করেন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসএএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :