স্যামসাংয়ের নতুন দুই ফোন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

গ্যালাক্সি জে সিরিজের নতুন দুই ফোন আনলো স্যামসাং। এগুলো মিডরেঞ্জের ফোন। নতুন এই দুই ফোনের মডেল গ্যালাক্সি জে সিক্স প্লাস এবং গ্যালাক্সি জে ফোর প্লাস। ফোন দুইটি অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। স্যামসাংয়ের নতুন দুই ফোনে ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 

গ্যালাক্সি জে ফোর প্লাস ফোনটির দাম ১৮৯ ইউরো। গ্যালাক্সি ফোর সিক্স প্লাসের দাম ২৩৯ ইউরো।

গ্যালাক্সি জে ফোর প্লাস ফোনে রয়েছে ৬ ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড কোর প্রসেসর, ২জিবি/৩জিবি র‌্যাম। এটি ১৬জিবি/৩২জিবি স্টোরেজে বাজারে পাওয়া যাবে। 

এই ফোনের রিয়ারে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে আছে এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই। ব্যাকআপের জন্য এই ফোনে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

গ্যালাক্সি ফোর সিক্স প্লাসে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। ফোনের সামনে আছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ফোনটিতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। 

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)