আশ্বিনেও কমছে না গরমের দাপট

জলবায়ুর পরিবর্তনে ক্রমশ পরিবর্তন হচ্ছে প্রকৃতির চরিত্রও। যতই দিন যাচ্ছে আবহাওয়া ততই বিরূপ হয়ে উঠছে। যে আশ্বিনে শরীরে খানিকটা ঠান্ডা ভর করার কথা, এখন সেই আশ্বিনে শরীর থেকে দরদর করে ঝরছে ঘাম। সকালের রোদ্দুরও শরীরে বিঁধছে তিরের ফলার মতো। বিকালের রোদ যখন মিইয়ে আসে, তখনো শরীর থেকে ঘাম ঝরতে থাকে। গরমের তীব্রতা করছে না সন্ধ্যা কিংবা রাতেও।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। যদিও আবহাওয়ার বৃহস্পতিবারের পূর্বাভাসে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি হ্রাস পেতে পারে বলে বলা হয়েছে। তারপরেও প্রচণ্ড গরমে কোথাও স্বস্তি মিলছে না। অস্থির হয়ে উঠেছে নগরজীবন।
বুধবার ঢাকায় সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে একপশলা বৃষ্টি হয়ে অতিষ্ঠ মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনলেও আজ সকাল থেকে আবারও বেড়েছে গরমের তীব্রতা। তবে আজ আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ছয়টায় ঢাকায় ২৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৬ শতাংশ।
এদিকে আবহাওয়ার আজকের পূর্বাভাসে দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজকালের মধ্যে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এমআর
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

অমর একুশে আজ: মাতৃভাষার জন্য জ্বলে উঠেছিল বর্ণমালা

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নির্বাচনে বিরোধী দলগুলো সিরিয়াস ছিল না: শেখ হাসিনা

গাড়ি নিয়ে বইমেলায়: চালককে বরখাস্ত করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভিয়েনার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় ঢাকা

২১ গুণীর হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

উচ্ছেদের খরচ ‘নেওয়া হবে’ দখলদারদের কাছ থেকে

পপুলার লাইফে সরকারি সম্পত্তি বেচে আসামি ২৪ কর্মকর্তা

ভারতের নাগরিকত্ব বিল নিয়ে শেখ হাসিনার প্রশ্ন
