স্মার্টফোনের আসক্তি কাটানোর নয়া অস্ত্র

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৮

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

স্মার্টফোনের আসক্তি কাটানোর নয়া অস্ত্র উদ্ভাবন করলো টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটি 'ফ্যামিলি লিঙ্ক’ নামে একটি ফিচার তৈরি করেছে। এই ডিভাইসের সাহায্যে অভিভাবক তাদের সন্তানদের স্মার্টফোন লক করে দিতে পারবেন। এর পরেও যদি ছেলে মেয়ে স্মার্টফোন ব্যবহার করার চেষ্টা করে তবে মা বাবার কাছে সতর্কবানী পাঠাবে গুগল।

সম্প্রতি এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য এই ফিচার চালু করা হয়েছিল। পরে এই অ্যাপ ব্যবহারকারীরা ১৩ বছরের বেশি বয়সের ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত করার কথা জানান। গুগল সেই অনুরোধে সাড়া দিয়ে এই ফিচারটি উন্মুক্ত করেছে। 

নতুন এই ফিচারের ফলেই ১৯ বছর পর্যন্ত ছেলে মেয়েরা অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করতে পারবেন না। 

গুগল অ্যাসিসট্যান্ট-কে যে কো ডিভাইস লক করে দিতে বললেই তা লক করে দেবে গুগল সেই সময় ছেলে-মেয়ে স্মার্টফোনে যাই করুন না কেন তা বন্ধ হয়ে স্মার্টফোন লক হয়ে যাবে।

ইতিমধ্যেই এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। বিশ্বের সব দেশে শিঘ্রই এই ফিচার পৌঁছে যাবে বলে জানিয়েছে গুগল। শিশুদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখতে এই ফিচার লঞ্চ হয়েছে বলে জানিয়েছে গুগল। তবে শুধুমাত্র স্মার্টফোন নয়, ক্রোমবুকেও কাজ করবে এই ফিচার।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)