আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৫
এশিয়াকাপে গ্রুপে পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ- আফগানিস্তান। দুই দলের সুপারফোর নিশ্চিত হওয়ার কারণে এই ম্যাচটি শুধু মাত্রই আনুষ্ঠানিকতা। দুবায়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
নিয়ম রক্ষার ম্যাচে একাদিক পরিবর্তন আসবে বাংলাদেশ একাদশে। আগামীকালই সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামতে হবে বাংলাদেশকে। যার জন্য বাংলাদেশ দলের নজর এখন আপাতত কালকের ম্যাচেই। আজ বিশ্রাম দেওয়া হবে পাজরে ব্যথা পাওয়া মুশফিকুর রহিমের আর তার জায়গা মাঠে নামানো হতে পারে মুমিনুল হককে। তাহলে ২০১৫ সালের পর আজ আবারও ওয়ানডেতে মাঠে নামবেন লিটল মাস্টার।
তাছাড়া আজ তামিমের জায়গায় নাজমুল হোসেন শান্তর ওয়ানডে অভিষেক হওয়াটা মোটামুটি নিশ্চিত। তাছাড়া বিশ্রাম দেওয়া হবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও। তার বদলে পেস আক্রমণে দেখা যেতে পারে আবু হায়দার রনিকে। এ ছাড়া মোসাদ্দেকের জায়গায় খেলানো হতে পারে নাজমুল ইসলাম অপুকে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
১. নাজমুল হোসেন শান্ত
২. লিটন কুমার দাস
৩. সাকিব আল হাসান
৪. মোহাম্মদ মিথুন
৫. মুমিনুল হক
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন সৈকত/ নাজমুল ইসলাম অপু
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. রুবেল হোসেন
১১. মোস্তাফিজ/ আবু হায়দার রনি
(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এইচএ)