পুলিশের জন্য ভারত থেকে এলো ২০ ঘোড়া

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৯

বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের জন্য ভারত থেকে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আনা হয়েছে। বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার এ ঘোড়াগুলো আমদানি করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা(ওসি) মাসুদ করিম জানান, উন্নত জাতের প্রশিক্ষণপ্রাপ্ত এ ঘোড়াগুলো ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ব্যবহারের জন্য ভারত থেকে আনা হয়েছে। এ ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ মার্কিন ডলার।

ঘোড়া আমদানিতে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা। ভারতের প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ঘোড়াগুলো বাংলাদেশে রপ্তানি করে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, পুলিশের জন্য অমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাশের জন্য সংশ্লিস্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো তদারকি করছে। সকল আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো সাভার ডেইরি ফার্মের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :