ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুইজনের

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পুনিয়াউট নামক স্থানে এক বৃদ্ধ মারা যায়।

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের নিচে  কাটা পড়ে অজ্ঞাত (৬৫) বৃদ্ধ নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের থানার পরিদর্শক  সানাউল ইসলাম বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জেলার আখাউড়ায় আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রুনা বেগম (২১)  নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী  আখাউড়া উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের আলী আফজল মীরের মেয়ে।

বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গত দুই মাস আগে আখাউড়া পৌরশহরের দেবগ্রামে রুনার বিয়ে হয়।

নিহত রুনার পারিবার জানায়, রুনা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রায় সময়ই ঘর থেকে বের হয়ে যেতেন। বুধবার রাত তিনটার দিকে রুনা ঘর থেকে বের হয়। সকালে স্থানীয়রা আজমপুর স্টেশন এলাকায় রেললাইনের পাশে রুনার লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবরে দেয়।

আখাউড়া রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)