সূচি পরিবর্তন নিয়ে দুই রকম কথা বললেন পাপন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৬

দেলোয়ার হোসেন, দুবাই থেকে

ভারতের প্রভাবে টুর্নামেন্টের নিয়মনীতির তোয়াক্কা না করে হঠাৎ সুপার ফোরের ফরম্যাটে পরিবর্তন আনে এসিসি। যেখানে সুপার ফোরে ভারতের সুবিধা নিশ্চিত করা হয়। ফরম্যাটে এ অন্যায্য পরিবর্তনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজাসহ অনেকেই।

বৃস্পতিবার আবুধাবিতে টুর্নামেন্টের মাঝপথে সুচি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এশিয়া কাপ দেখতে যিনি এখন আমিরাতে অবস্থান করছেন। কিন্তু সুচি পরিবর্তন নিয়ে দুই রকম করা বলেছেন পাপন। তিনি জানান, এসিসির কাছে বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে। সঙ্গে অবশ্য সুচি পরিবর্তনের সাফাইও গেয়েছেন।

পাপন বলেন,‘ প্রথম কথা হচ্ছে, আমরা ইতিমধ্যে লিখিতভাবে এর ব্যাখ্যা জানতে চেয়েছি। কিন্তু যে জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা আগেও ছিল না, এখনও নেই। ওই যে চ্যাম্পিয়ন রানার্স আপ, বি ১, বি ২, এসব কিছুই না। সেমিফাইনাল হলে একটা কথা ছিল।’

ব্যাখ্যা চাওয়া হয়েছে! তবে সূচি বদলে বিসিবির যে সম্মতি ছিল সেটাও বোঝা গেল তাঁর কথায়। বিসিবি প্রেসিডেন্ট বললেন,‘কথা ছিল যে, আজকের খেলার পর জানা যেত ফিক্সচার কেমন হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, কার সঙ্গে খেলব, কালকে আমরা জানি না। কোথায় খেলব, সেটাও জানি না। যদি ভারতের সঙ্গে খেলা হয়, তাহলে দুবাইয়ে। পাকিস্তানের সঙ্গে হলে এখানে। তো আমাদের দল কি করবে? এটা একটা সংশয় ছিল। শুধু আমাদের না, প্রত্যেকটা দলের জন্য।’

নাজমুল হাসান পাপন যোগ করেন,‘পাকিস্তান ও হংকং যেহেতু চার দল চূড়ান্ত হয়ে গেছে, তখন তারা (এসিসি) সিদ্ধান্ত নেয় যে, আমরা ফিক্সচারটা দিয়ে দিলে সকলের জন্য ভালো হবে। সকলে চেয়েছে বলেই ফিক্সচার দিয়ে দিয়েছে।’

সুপার ফোরের তিন দলকে খেলতে হবে আবুধাবিতে গিযে। অথচ ভারত সবগুলো ম্যাচ খেলবে দুবাইয়ে। ভারতের এই বাড়তি সুবিধা নিয়ে সবাই সোচ্চার হলেও পাপন বলছেন অন্য কথা। তিনি বলেন,‘এটা ভারতের সুবিধা না। ভারতের শর্ত ছিল তারা দুবাইয়ে খেলবে। এ কারণেই ওরা আবু ধাবিতে খেলবে না।’

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/ডিএইচ)