বেনাপোলে পিস্তল-গুলিসহ চোরাকারবারি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৫

বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে তিনটি পিস্তল, গুলি ও গাঁজাসহ এক অস্ত্র চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল খালেক। তিনি বেনাপোলের ঘিবা গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

বিজিবি ৪৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল অস্ত্র পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন খবর পেয়ে শুক্রবার সকালে বিজিবি সদস্যরা ঘিবা সীমান্তে অভিযান চালায়। এ সময় আব্দুল খালেক নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে তিনটি নাইন এমএম পিস্তল, ছয়টি ম্যাগজিন, আট রাউন্ড গুলি ও ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আব্দুল খালেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :