‘ভগবান রামের সঙ্গে প্রতারণা করেছে মোদি সরকার’

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

চার বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে হিন্দুদের জন্য তেমন কিছু করেনি মোদি সরকার। এছাড়া রামের নাম দিয়ে ভোট নিয়ে এখন রামের সঙ্গে প্রতারাণ করছে বর্তমান সরকার। সম্প্রতি এক বক্তৃতায় মোদি সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন হিন্দু পরিষদের সাবেক সভাপতি প্রবীণ তোগাড়িয়া৷

তিনি বলেন, ‘চার বছরেরও বেশি সময় হল ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, কিন্তু ভগবান রামের নামে ভোট নেওয়ার পরও তার মন্দির নির্মাণে কোনও উদ্যোগ নেয়নি তারা’৷

তিনি আরও বলেন, ‘জনতা বিজেপিকে রামমন্দিরের জন্য ভোট দিয়েছিল, কিন্তু তারা তিন তালাকের আইন তৈরি করে মুসলিমদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে৷ রামের সঙ্গে প্রতারণা করেছে ওরা’।

অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের ঘোষণা দিয়েছিলো মোদি সরকার। প্রতিশ্রুতি মোতাবেক সেই মন্দির নির্মাণ না করায় এমন অভিযোগ করেন তিনি।

প্রবীণ জানান, ‘হিন্দুদের সরকার, রামমন্দির তৈরির সরকার, কৃষকদের ঋণ মকুবের সরকার, পেট্রল-ডিজেল সস্তায় দেওয়ার সরকার, শিক্ষা এবং চাকরির প্রতিশ্রুতি দেওয়ার সরকার এখনও পর্যন্ত এগুলোর একটাও পূরণ করেনি’৷

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/একে