ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য একাদশ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিসস্তানের বিপক্ষে ম্যাচটি সুপার ফোরে কোনো প্রভাব ফেলবে না বলে আগে থেকেই বেশ একটা গুরুত্ব দেয়নি বাংলাদেশ। যার জন্য মুশফিক-মোস্তাফিজকে বিশ্রাম দিয়ে তরুণদের নিয়েই মাঠে নেমেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গতকাল তামিমের বদলে ওয়ানডেতে অভিষেক হয়েছিল নাজমুল হোসেন শান্তর। মুশফিকের পরিবর্তে ছিলেন মুমিনুল হক আর মোস্তাফিজের পরিবর্তে ছিলেন আবু হায়দার রনি। তবে নতুনদের মধ্যে রনি ছাড়া কেউই ভালো করতে পারেনি। ওপেনার শান্তর পাশাপাশি ব্যর্থ ছিলেন ২০১৫ সালের পর ওয়ানডেতে ফেরা মুমিনুল হকও।

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তামিম যেহেতু নেই তাই আজও ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন শান্ত। একাদশে মুশফিক ফেরার কারণে জায়গা পাচ্ছেন না মুমিনুল। তবে পেসার রুবেলের বদলে রাখা হয়তে পারে আবু হায়দার রনিকে। এছাড়া যদি ব্যাটিং লাইনআপে বেশি নজর দেয়া হয় তাহলে মোসাদ্দেক হোসেন সৈকতকে বদলে একাদশে যুক্ত হতে পারেন আরিফুল হক।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১. লিটন দাস

২. নাজমুল হোসেন শান্ত

৩. সাকিব আল হাসান

৪. মুশফিকুর রহিম

৫. মোহাম্মদ মিঠুন/মুমিনুল হক

৬. মাহমুদুল্লাহ রিয়াদ/ আরিফুল হক

৭. মোসাদ্দেক হোসেন

৮. মেহেদি হাসান মিরাজ

৯. মাশরাফি বিন মর্তুজা

১০. রুবেল হোসেন/ আবু হায়দার রনি

১১. মুস্তাফিজুর রহমান

 (ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এইচএ)