পথচারী দম্পতিকে ট্রাকচাপা, প্রাণ গেল স্বামীর

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দম্পতিকে একটি ট্রাক চাপা দিয়েছে। এ দুর্ঘটনায় স্বামী সিরাজুল ইসলাম নিহত এবং তার স্ত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলামের বাড়ি গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ননী-গোপালপুর গ্রামে। তিনি ঢাকার তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খোন্দকার আমিনুর রহমান জানান, সিরাজুল ইসলাম স্ত্রীকে নিয়ে মাইক্রোবাসে করে গোপালপুর এলাকায় একটি দাওয়াতে গিয়েছিলেন। ওইখান থেকে ফেরার সময় গোপালপুর বাসস্ট্যান্ডে চা পানের জন্য স্বামী-স্ত্রী উভয় রাস্তা পার হয়ে একটি চায়ের দোকানে যান। এ সময় রাস্তা পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা স্বামী-স্ত্রীকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশ থেকে রাম পাশে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিরাজুল ইসলাম মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/পিএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :