‘ঐক্যের সমাবেশে’ বিএনপি, বি.চৌধুরী আসবে, শুনেছেন মান্না

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭

এম গোলাম মোস্তফা, ঢাকাটাইমস
জাতীয় প্রেসক্লাবে গত শনিবার যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সংবাদ সম্মেলন

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগবিরোধী বৃহত্তর জোট গঠনের অংশ হিসেবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপি যোগ দেবে কি না, জানেন না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঐক্য প্রক্রিয়ায় থাকা যুক্তফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না শুনেছেন, এই সমাবেশে বিএনপির প্রতিনিধি থাকবে।

ঐক্য প্রক্রিয়ার সংবাদ সম্মেলন এবং খুলনার সমাবেশে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জনের মধ্যে এই সমাবেশে তিনিও যোগ দেবেন বলে জানিয়েছেন মান্না। বলেছেন, তিনি অসুস্থ ছিলেন, এখানে অন্য কিছু ছিল না।

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণফোরাম নেতা কামাল হোসেনের উদ্যোগে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ হবে। সমাবেশের আগের দিন সকালে দলীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে এই সমাবেশে যোগ দেয়া নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেননি। বলেছেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। পরে জানাব।’

তবে মান্না বলেছেন, ‘এ সমাবেশে বিএনপি যোগ দেবে কি না সেটা উদ্যোক্তারাই বলতে পারবে। তবে শুনেছি বিএনপি ওই সমাবেশে যোগ দেবে।’

জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই সমাবেশ হচ্ছে ড. কামাল হোসেনের ডাকে। এই উদ্যোগের সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন ঢাকাটাইমসকে বলেন, ‘আগামীকাল মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ হবে। এই সমাবেশে জামায়াত ছাড়া সকল দলকে দাওয়াত দেয়া হয়েছে।’

‘আমরা তো বিএনপিসহ সকলকেই দাওয়াত দিয়েছি। আশা করছি বিএনপি আমাদের এই সমাবেশে যোগদান করবে।’ 

এই সমাবেশে যুক্তফ্রন্টের বদরুদ্দোজা চৌধুরী থাকবেনই-জোর দিয়েই বলছেন মান্না।

বি চৌধুরীর উপস্থিতির বিষয়টি নিয়ে আলোচনার কারণ, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সংবাদ সম্মেলন এবং খুলনার সমাবেশে তার অনুপস্থিতি। কেবল সাবেক এই রাষ্ট্রপতি নয়, তার ছেলে মাহী বি. চৌধুরী এবং বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নানও যাননি দুই আয়োজনের একটিতেও। এ কারণে কামাল হোসেন এবং বি চৌধুরীর মধ্যে মনোমালিন্যের বিষয়ে গুঞ্জন ছড়াচ্ছে।

তবে এ বিষয়ে এক প্রশ্নে কোনো ধরনের মতানৈক্যের কথা নাকচ করেন মান্না। বলেন, ‘বদরুদ্দোজা চৌধুরীর সাথে ঐক্য নিয়ে কোনে া ধরনের সমস্যা হয়নি। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পরায় তিনি আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকতে পারে নাই। কিন্তু তার প্রতিনিধি, তার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক চৌধুরী সব সময় উপস্থিত ছিলেন।’

অসুস্থ থাকার কারণেই আমাদের খুলনার জনসভায় উপস্থিত থাকতে পারে নাই বি. চৌধুরী। এখন ওনি সুস্থ হয়ে উঠেছেন, আগামী কালকের প্রোগ্রামে উপস্থিত থাকবেন।’

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জিএম/ডব্লিউবি