লিটন-শান্ত ব্যর্থ, সৌম্য ও ইমরুলকে জরুরি তলব

দেলোয়ার হোসেন, দুবাই থেকেই
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ০০:২২ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৯

দুই ওপেনার লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর শোচনীয় ব্যর্থতায় টনক নড়েছে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের। জরুরি ভিত্তিকে দুই অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে দুবাইয়ে উড়িয়ে আনার সিদ্ধা্ন্ত নিয়েছে বিসিবি। কাল সন্ধ্যায় তাঁরা ঢাকা থেকে দুবাইয়ে পৌঁছাবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। এ দুজনকে বাইরে রেখে এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিবি।

তামিমের অবর্তমানে গত দুই ম্যাচে ওপেন করেন নাজমুল হোসেন শান্ত।আফগান্তিানের বিপক্ষে ১৭ বলে করেছিলেন ৭।আজও ৭ রান করেন এ তরুণ ব্যাটসম্যান। শোচনীয় ব্যর্থতা লিটনের ব্যাটেও। এশিয়া কাপের প্রথম ম্যাচে কোনো রানই করতে পারেননি।পরের দুই ম্যাচে যথাক্রমে ৬ ও ৭। ওপেনিং জুটির এ ব্যর্থতায় সীমাহীন বেকায়দায় পড়ে যায় টিম ম্যানেজমেন্ট। সামনে দুটি ডু অর ডাই ম্যাচ। তাই লিটন-শান্ত জুটির উপর ভরসা করতে নারাজ টিম ম্যাজেমেন্ট।

২৩ তারিখ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন লড়াই বাংলাদেশের। ওই ম্যাচেই হয়তো ওপেনার হিসেবে দেখা যাবে সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে।

অবশ্য এ দুজনকেই বাদ পড়তে হয়েছে বাজে ফর্মের কারণে। ইমরুল সর্বশেষ ওয়ানডে খেলেন গত বছর অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, চ্যাম্পিয়নন্স ট্রফিতে। ওই ম্যাচে ১ রান করেছিলেন ইমরুল। তবে সম্প্রতি রানের মধ্যে আছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে মোটামুটি রান করেছেন তিনি।

দীর্ঘ দিন ধরে বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সৌম্য সরকারও। তবে কিছু দিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ এ’ দলের হয়ে গোটা দুয়েক ভালো ইনিংস খেলেছেন সৌম্য।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :