হাশমতউল্লাহ-আসঘারের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তান ২৫৭

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এশিয়া কাপে শুক্রবার সুপার ফোর পর্বের প্রথম দিন পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৫৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলের পক্ষে ৯৭ রান করে অপরাজিত থাকেন হাশমতউল্লাহ শহীদি। ৬৭ রান করেন অধিনায়ক আসঘার আফগান।

পাকিস্তানের বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ২টি, মোহাম্মদ নওয়াজ ৩টি ও হাসান আলী ১টি করে উইকেট শিকার করেন। আফগানদের দেয়া লক্ষ্যমাত্রা সামনে রেখে পাকিস্তান এখন ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫.১ ওভারে ১ উইকেটে ২৪ রান।

‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে খেলছে আফগানিস্তান। আর গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ রানার আপ হয়ে সুপার ফোরে খেলছে পাকিস্তান। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ইনিংস: ২৫৭/৬ (৫০ ওভার)

(মোহাম্মদ শাহজাদ ২০, ইহসানুল্লাহ ১০, রহমত শাহ ৩৬, হাশমতউল্লাহ শহীদি ৯৭*, আসঘার আফগান ৬৭, মোহাম্মদ নবী ৭, নাজিবউল্লাহ জাদরান ৫, গুলবদিন নাইব ১০*; উসমান খান ০/৫৮, শাহীদ শাহ আফ্রিদি ২/৩৮, মোহাম্মদ নওয়াজ ৩/৫৭, শোয়েব মালিক ০/২১, হারিস সোহেল ০/৩০, হাসান আলী ১/৫১)।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)