ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে: মাশরাফি

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এশিয়া কাপে বৃহস্পতিবার গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৩৬ রানে হেরে যাওয়ার পর শুক্রবার সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানে ও ভারতের বিপক্ষে ১৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ। শুক্রবার ম্যাচ শেষে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।

শুক্রবারের ম্যাচ নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘শুরু থেকেই আমরা উইকেট হারিয়েছি। আমাদের এখনো ফেরার সুযোগ রয়েছে। ব্যাট করার জন্য উইকেট খারাপ ছিল না। আমরা ২৫০-২৬০ করতে পারতাম। কিন্তু আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। পরে ব্যাট করাটা হয়তো ভালো হতো। ২৬০-২৭০ রান করার মতো উইকেট এটি।’

তিনি আরো বলেন, ‘আপনি যদি ১৭০ রান করেন তাহলে সেটি বোলারদের জন্য ডিফেন্ড করা খুবই কঠিন। ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিশেষ করে ব্যাক টু ব্যাক ম্যাচে রান করতে ব্যর্থ হওয়ার পর। পরবর্তী ম্যাচ কঠিন দলের বিপক্ষে। তাদের বোলিং লাইনআপ খুবই শক্তিশালী। আমাদের ভালো ব্যাট করতে হবে।’

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এসইউএল)