অক্টোবরে আসছে আসুসের গেমিং ফোন

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৯

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন গেমিং ফোন আসছে আসুস। এটি আরজি গেমিং ফোন। অক্টোবর মাস নাগাদ ফোনটি বাজারে আসবে। 

ফোনটি বাজারে আসলে এর দাম হবে ১৩২০ ডলার। যা বাজারের অন্য সব ফোনের তুলনায় কিছুটা বেশি দামের। 

আসুস দাবি করছে তারা ২২ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এটি বাজারে আনবে।

দুইটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে থাকছে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি রমে। ৫১২ জিবি রম ভার্সনের দাম হবে ১৬২০ ডলার।

ফোনটিতে থাকছে ৯০ হার্জের অ্যামোলিড ডিসপ্লে। সঙ্গে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। 

ইউএসবি টাইপ সি পোর্ট সমৃদ্ধ এই ফোনে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সংযোজন করা হবে। 

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এজেড)