মাগুরা মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৯

সদ্য ঘোষিত মাগুরা মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা শনিবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে মাগুরায় মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।

মাগুরা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত আসনের এমপি কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অলোক কুমার সাহা প্রমুখ।

সভায় চলতি সেশনে মেডিকেল শিক্ষার্থীদের আবাসন ও ক্লাস রুমের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন প্রশাসনিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :