গজারিয়ায় প্রধান সড়কের সংস্কার কাজের উদ্বোধন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রধান সড়কটির সংস্কার কাজ।

শনিবার সকাল সাড়ে দশটায় নির্বাচনী পথযাত্রার চট্টগ্রাম যাওয়ার সময় সংস্কার কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

এদিন মন্ত্রী ভবেরচর এলাকায় পৌঁছলে স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করেন। এ সময় তাঁর সাথে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোটেক মৃণাল কান্তি দাস এমপি, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা, গজারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন বিনতে জেবিন শেখ, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ খান তোতা, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের নেতা গোলাম মাওলা তপন, জাকির হোসেন প্রমুখ।

প্রায় ৮০ কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে ১২.৬০ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কার ও প্রশস্তকরণের কাজ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওয়াত সড়কটির সংস্কার প্রশস্তকরণ ছাড়াও ৪ ব্রিজ, ১টি কালভার্ট নির্মাণ করে হবে। আড়াই বছর ব্যাপী প্রকল্পের আওতায় আগামী ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পে প্রথম বরাদ্দকৃত পনের কোটি টাকায় কাজটির শুভ উদ্ধোধন করা হলো।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের আগমন আর উন্নয়ন কাজের উদ্বোধন স্থানীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :