কাগজবিহীন অফিসের দিকে এগুলো রবি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৮

বিজ্ঞান ও তথ্যপ্রযু‌ক্তি প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস

কাগজবিহীন অফিস পরিচালনার লক্ষ্যে ডিজিটাল ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী অপারেটর রবি।

একটি আধুনিক, গতিশীল ও ডিজিটাল কোম্পানি হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোম্পানির গুরুত্বপূর্ণ নথিগুলোকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে পারবে রবি’র ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। পাশাপাশি অনলাইন প্লাটফর্ম থেকে সেগুলো পুনরুদ্ধারও করা যাবে। এতে কোম্পানির অনেক সময়, শ্রম ও খরচ কম হবে।

রবি করপোরেট অফিসে অনুষ্ঠিত নতুন এই সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, হেড অফ হিউম্যানরিসোর্সেস ডিভিশন মো. ফায়সাল ইমতিয়াজ খান এবং ডেটাফোর্ট’র ডিরেক্টর অ্যান্ড সিইও এম এইচ খসরু উপস্থিত ছিলেন।

এছাড়াও ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেস’র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, কাস্টমার এক্সপেরিয়েন্স’র ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ, ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেস’র জেনারেল ম্যানেজার মো. আবু সায়ীদ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এজেড/জেবি)