নিজেকে প্রমাণ করতে ব্যর্থ আশরাফুল

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর নিজেকে প্রমাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। প্রমাণ করার সেই সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না তিনিন। এতদিন পর বাইশ গজে ফিরে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ আশরাফুল।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের তৈরি রাখতে খুলনায় এই চারদিনের ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষেধাজ্ঞা থেকে ফেরার সঙ্গে সঙ্গে দলে ডাক পেয়ে গেলেন আশরাফুল। যার কারণে এশিয়া কাপের ডামাডোলের মাঝেও খুলনার ম্যাচে ছিল মানুষের বাড়তি নজর।

কিন্তু চার দিনের ম্যাচটি আশরাফুলের জন্য হতাশার হয়েই থাকলো। চারদিনের ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ এই ক্রিকেটার। প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ১০ বলে মাত্র ১ রান করেছিলেন এই ব্যাটসম্যান। আর শনিবার দ্বিতীয় ইনিংসে নেমেও একই ফলাফল। ২০ বলে ১৩ রান করেই করেই সাজঘরের পথ ধরতে হয় তাকে। ম্যাচ শেষে হতাশা নিয়েই ঢাকায় ফিরতে হলো বাংলাদেশের দলের সাবেক এই অধিনায়ককে।

 (ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এইচএ)