মৌলভীবাজার নিরাপদ সড়কের দাবিতে রোড-শো

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৬

‘আইন মেনে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে নিরাপদ সড়কের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ে রোড শো।

রবিবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটি) আয়োজনে শহরের চাঁদনীঘাট এলাকায় এই রোড-শো অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান এই রোড-শো পরিচালনা করেন।

এসময় বক্তব্য দেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফলজলুল আলী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, আওয়ামী লীগ নেতা মো, আজমল হোসেন চৌধুরী, সৈয়দ নওশের আলী খোকন, সড়ক পরিবহন নেতা সনজিদ কুমার দেব, মো. সালা উদ্দিন কাজল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমাদেরকে বুঝতে হবে দিন দিন দেশে জনসংখ্যা বাড়ছে, নতুন নতুন ঘড়-বাড়ি হচ্ছে, ব্যবসা-প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে পরিমাণে রাস্তা-ঘাট বাড়ানো যাচ্ছে না। তাই আমাদের সবাইকে রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে এবং গাড়িতে উঠলে চালকের গতিবিধি লক্ষ্য রাখতে হবে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :