পর্নোসহ চার সহস্রাধিক সাইট বন্ধ করেছে চীন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গত চার মাসে চার হাজারের বেশি পর্নো ও ক্ষতিকর ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে চীন। ক্লিন-আপ ক্যাম্পেইনের অধীনে গত চার মাসে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অনিয়মের অভিযোগে আগস্টের মধ্যে ২৩০টি সংস্থাকে নোটিশ দিয়েছে বেইজিং। এছাড়া ১ লাখ ৪৭ হাজারের বেশি ক্ষতিকারক তথ্য ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

এই ক্লিন-আপ কর্মসূচির অংশ হিসেবে কপিরাইট ভঙ্গ ছাড়াও মূল্যবোধের ওপর আঘাত বা নগ্নতার অভিযোগে একাধিক অনলাইন উপন্যাস নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অনেক সংস্থার বিরুদ্ধে ফৌজদারি তদন্তও শুরু করেছে চীন সরকার।

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/একে