খিলক্ষেতে নিজ বাসার খাটের নিচে নারীর লাশ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর খিলক্ষেতের বোর্ডগার্ড এলাকায় নিজ বাসার খাটের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিনা আজাদ (৩৫)।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্বামীই রিনারে হত্যার পর পালিয়েছেন।  

খিলক্ষেত থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, পৌনে ১১টার দিকে খবর পেয়ে বোর্ডগার্ডের ক-২১২/৬ নম্বর বাড়ির একটি রুমের খাটের নিচ থেকে রিনার লাশ উদ্ধার করা হয়। কিছুদিন আগে তারা এই বাসা ভাড়া নেন।

পুলিশ জানায়, রিনার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হতে পারে।

লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। রিনার স্বামীকে খুঁজছে পুলিশ।

নিহত রিনা আজাদের গ্রামের বাড়ি জামালপুরে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, রিনার স্বামীই তাকে হত্যা করে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার স্থায়ী ঠিকানা পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এএ/জেবি)