নেতা ভাড়া করে খালেদা, তারেককে মাইনাস করছে বিএনপি: নাসিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৮
ফাইল ছবি

বিএনপি জনবিচ্ছিন্ন নেতাদের ভাড়া করে এনে খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করতে মাঠে নেমেছে বলে মনে করেন ক্ষমতাসীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

সোমবার দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।

গত ২২ সেপ্টেম্বর গণফোরাম সভাপতি কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে সরকারবিরোধী বৃহত্তর ঐক্যের সূচনার ঘোষণা আসে। তৃতীয় শক্তি হওয়ার বাসনায় গত ডিসেম্বরে গঠন করা যুক্তফ্রন্টে কামাল হোসেনের আগেই থাকার কথা ছিল। সে সময় মনোমালিন্য হলেও পরে দুই পক্ষ একসঙ্গে কাজ করার ঘোষণা আসে।

আর এই জোটের সঙ্গে ঐক্য করতে মরিয়া বিএনপি, যাকে তারা জাতীয় ঐক্য বলছে। গত শনিবার কামাল হোসেনের সমাবেশে বিএনপির অংশগ্রহণ সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের সূচনা হিসেবেই ধরা হচ্ছে।

এই ঐক্যে বিএনপির অবস্থান কোথায়, সেটি নিয়ে চলছে আলোচনা। কারণ, নেতা হিসেবে কামাল হোসেন নাকি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এর নেতা-সেটি নিয়েই এখন পর্যযন্ত চলছে আলোচনা। আর একটি প্রভাবশালী দৈনিক জানিয়েছে, কামাল হোসেনকে নেতা মেনে নিয়েছে বিএনপি, যদিও দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

নাসিম বলেন, ‘বিএনপি নিজেরা এমন নেতৃত্ব সৃষ্টি করেছে যে এখন অন্য নেতৃত্বকে ভাড়া করতে হচ্ছে। বিএনপিকে এখন জনবিচ্ছিন্ন নেতাদের ভাড়া করতে হচ্ছে এটা বড়ই দুর্ভাগ্য। এমনকি তারা এখন খালেদা জিয়াকে মাইনাস করার জন্য মাঠে নেমেছে, অন্য নেতাদের ভাড়া করে এনে তারা নিজেদের দুই নেতাকে মাইনাস করার জন্য মাঠে নেমেছে।’

‘গত ২২ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে একটি নাটক অনুষ্ঠিত হয়েছে। বিচিত্র এ দেশ স্বাধীনতা বিরোধীদের লালন পালনকারী, বঙ্গবন্ধু খুনিদের সুযোগ-সুবিধাদানকারী, মুক্তিযুদ্ধের শ্লোগান দিয়ে রাজনীতি করেন যারা এবং বর্ণচোরা ১/১১ সরকারের কুশীলবরা একই মঞ্চে বসে নাটক করলেন।’

‘তাঁরা একই মঞ্চে বসে গণতন্ত্রের নামে নতুন করে একটি ঘোষণা দিয়েছে। এ গণতন্ত্রের কথা বলেই এক/এগার সৃষ্টি করা হয়েছিল। ১/১১ কুশীলবরা এ মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের মানুষ চেনে এবং জানে। তারা এক/এগার সৃষ্টি করে মূলত শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল। কিন্তু তারা দেশের জনগণের কাছে পরাস্ত হয়েছিল।’

‘১/১১ সরকারের আগেও এ রকম নাগরিক সমাবেশ, বুদ্ধিজীবী সমাবেশের নামে এ ধরণের নাটক করা হয়েছিল। ওই সময় একজন বিখ্যাত ব্যক্তির ইঙ্গিতে করা হয়েছিল। আবারও সেই চক্রান্তের অশুভ ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি।’

‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যে কেউ নির্বাচন করতে চাইলে কোন সমস্যা নাই, জোট, মহাজোট করে নির্বাচন করেন কোন অসুবিধা নাই। কিন্তু নির্বাচন নিয়ে নতুন করে কোন চক্রান্ত ও ফন্দি করবেন না। এটা আমরা সহ্য করব না।’

২১ আগস্টের খুনিদের প্রতিষ্ঠা করতে চান কামাল

‘জাতীয় ঐক্যের’ আলোচনায় নেতা হিসেবে উঠে আসা ড. কামাল হোসেনেরও কঠোর সমালোচনা করেন নাসিম। বলেন, ‘যিনি আইনের কথা এবং আইনের শাসনের কথা বলেন। তিনি আজকে চান আবার দুর্নীতিবাজ, ২১ আগস্টের হত্যাকারীদের সহায়তাকারীদের রাজনীতিতে প্রতিষ্ঠা করতে।’

‘আপনারা দুর্নীতিবাজ, দণ্ডিত ব্যক্তির পক্ষে কেন নেমেছেন তা আমরা বুঝতে পারছি। আগামী কয়েকদিনের মধ্যে সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের রায় হবে। তখন আপনারা তড়িঘড়ি বিএনপিকে সঙ্গে নিয়ে দেশের জনগণকে অন্যদিকে নিয়ে যাবেন। তা কখনই হবে না।’

‘এই ব্যর্থ, হতাশ রাজনীতিবিদরা কেন মাঠে নেমেছেন এটাই আমাদের দুচিন্তা। তাদের আরও করুণ পরিণতি হবে।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বই ‘অ্যা ব্রোকেন ড্রিম’ প্রসঙ্গে জানতে চাইলে নাসিম বলেন, ‘উনি নিজেই সংবাদ সম্মেলন করে ঢাকা ছেড়েছিলেন। ওনার হার্টটাই এখন ব্রোকেন হয়ে গেছেন, তাই তিনি এ বইটা লিখেছেন। কারও প্ররোচনায় তিনি যে জ্যুড়িশিয়াল ক্যু করতে চেয়েছিলেন, তা সবাই জানেন।’

আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ এবং আগামী অক্টোবর মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দেন ১৪ দলের মুখপাত্র।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীফ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বয়াক ওয়াজেদুল ইসলাম মিয়া, গণ আজাদী লীগের এস কে সিকদার।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :